Intro:
   Bb
চল দোতং পাহাড় জুম ঘরে
Fsus4             Ebadd9         Fsus4   F
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!
    Bb
চল দোতং পাহাড় জুম ঘরে
Fsus4            Ebadd9          Fsus4   F
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!


     Gm7
আমি মারফা রেঁধে দেবো পাতে,
Fsus4
বিন্নি চালের ভাত সাথে।
Ebadd9           Bb   Fsus4
দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন।
     Gm7                      Fsus4
পুবের হু হু বাতাস বইলে পরে, পাঁজর ভাঙ্গা গান ধরে
Ebadd9      Bb     Fsus4
আয়েশ করেই কাটুক এ যৌবন!


    Bb
চল দোতং পাহাড় জুম ঘরে
Fsus4
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
Ebadd9         Fsus4  F
জীবন জুয়ার আসর বসাবো!

Verse 1:
   Gm7                  Fsus4              Ebadd9  Bb   Fsus4  F
এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে....
   Gm7                  Fsus4              Ebadd9  Bb   Fsus4  F
কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে....
   Gm7                  Fsus4              Ebadd9  Bb   Fsus4  F
এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে....
   Gm7                  Fsus4              Ebadd9  Bb   Fsus4  F
কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে....
Ebadd9                Fsus4
কে পাইলো কার কি গেলো, কার কি বা আসে যায়
Ebadd9                 Fsus4
মন ঝিরির পথে হাটার লোভে কেমন করে হায়!

Chorus:
   Bb
চল দোতং পাহাড় জুম ঘরে
Fsus4            Ebadd9          Fsus4   F
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!

Verse 2:
    Gm7                Fsus4               Ebadd9      Bb   Fsus4  F
এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে....
      Gm7                   Fsus4             Ebadd9    Bb   Fsus4  F
যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার ফুল জোটেনা রে...
    Gm7                Fsus4               Ebadd9      Bb   Fsus4  F
এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে....
   Gm7                  Fsus4              Ebadd9  Bb   Fsus4  F
যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার ফুল জোটেনা রে...
Ebadd9               Fsus4
এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায় !
Ebadd9                 Fsus4
তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায়

Chorus:
   Bb
চল দোতং পাহাড় জুম ঘরে
Fsus4             Ebadd9         Fsus4   F
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!
    Bb
চল দোতং পাহাড় জুম ঘরে
Fsus4            Ebadd9          Fsus4   F
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!


     Gm7
আমি মারফা রেঁধে দেবো পাতে,
Fsus4
বিন্নি চালের ভাত সাথে।
Ebadd9           Bb   Fsus4
দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন।
     Gm7                      Fsus4
পুবের হু হু বাতাস বইলে পরে, পাঁজর ভাঙ্গা গান ধরে
Ebadd9      Bb     Fsus4
আয়েশ করেই কাটুক এ যৌবন!

Outro:
    Bb
চল দোতং পাহাড় জুম ঘরে
Fsus4
পূর্ণিমা রাত বর্ষা জুড়ে
Ebadd9         Fsus4  F
জীবন জুয়ার আসর বসাবো!